সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান! – Sirajganj Times

সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান!

পরিবহন খাতে অনিয়ম, অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগের তদন্তে সিরাজগঞ্জ সরকারি কলেজে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পাবনার একটি প্রতিনিধি দল কলেজ কার্যালয়ে অভিযান শুরু করে। তারা বিভিন্ন দপ্তরের নথিপত্র যাচাই-বাছাই করছে এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ ও তথ্য যাচাই-বাছাই করছে।

অভিযানের পর যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।