ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ ও উল্লাপাড়া উপজেলা একাদশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে উল্লাপাড়া উপজেলা ২-১ গোলে রায়গঞ্জ উপজেলাকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিরাজগঞ্জ সদর পৌরসভা ৩-১ গোলে তাড়াশ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে।
শনিবারের খেলায় উল্লাপাড়ার খেলোয়াড় জোবায়েল (জার্সি নং ৭) ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্ট আয়োজক কমিটি জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
ফাইনাল ম্যাচে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি আশা করছে আয়োজকরা।