সিরাজগঞ্জে দুর্গোৎসবে যখন সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে – Sirajganj Times

সিরাজগঞ্জে দুর্গোৎসবে যখন সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সব পূজামণ্ডপে নামাজের সময় গান, মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসলামীক ফাউন্ডেশন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত পূজা উদযাপন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ও জুমার নামাজের শুরুর সময় থেকে শেষ হওয়া পর্যন্ত মণ্ডপে বাজনা বন্ধ রাখতে হবে।

নামাজের সময়সূচি:

  • ফজরের নামাজের জন্য সকাল ৪টা ৪৮ মিনিট থেকে ৬টা পর্যন্ত।

  • যোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত।

  • আসরের নামাজের জন্য বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

  • মাগরিবের নামাজের জন্য সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত।

  • এশার নামাজের জন্য রাত ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত।

  • জুমার নামাজের জন্য দুপুর ১২টা ২৫ মিনিট থেকে ২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজা মণ্ডপের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।