সিরাজগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগ ও বর্তমান ডিসির বদলির বিষয়টি জানানো হয়।
মো. আমিনুল ইসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিরের দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১৪ জন কর্মকর্তার বদলি বা পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তারা জনস্বার্থে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মো. আমিনুল ইসলাম শিঘ্রই সিরাজগঞ্জে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
সিরাজগঞ্জ টাইমস/সিই







