সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলামকে গাইবান্ধায় বদলি – Sirajganj Times

সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলামকে গাইবান্ধায় বদলি

জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ নজরুল ইসলামকে গাইবান্ধায় বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  মুহাম্মাদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জ থেকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুহাম্মাদ নজরুল ইসলাম গেল বছরের ৩রা নভেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগাদার করেন। সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্যাপক প্রশংসিত হন মুহাম্মাদ নজরুল ইসলাম।

সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগদানের আগ পর্যন্ত তিনি বর্তমান দায়িত্বে বহাল থাকবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) মো: আমিনুল ইসলাম।

একই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার ১৪ জন জেলা প্রশাসক ও সমপর্যায়ের কর্মকর্তাদের নতুন পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই