সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজের প্রচারমূলক ব্যানার টানানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান মুন্না।
সম্প্রতি শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে তার নাম, ছবি ও মোবাইল নম্বরসহ ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারে লেখা ছিল, ‘আপনার চারপাশে ঘটে যাওয়া সংবাদ তুল ধরতে সহযোগিতা করুন আনন্দ টিভির প্রতিনিধি জাহিদ হাসান মুন্নাকে।’
ব্যানারের ছবিটি মুহুর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের শীর্ষ গণমাধ্যমে কর্মরত সাংবাদিক মহল ও সাধারণ মানুষের একাংশ বিষয়টিকে পেশাগত নীতির পরিপন্থী বলে সমালোচনা করেছেন।
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা; ব্যক্তিগত প্রচারণা বা সংবাদ সংগ্রহে এভাবে আহ্বান জানানো শোভন নয়।