শাহজাদপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে চারটি যানবাহন: প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে আহত ৪ – Sirajganj Times

শাহজাদপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে চারটি যানবাহন: প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে আহত ৪

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে তিনটি বাস ও একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাঘাবাড়ি দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ‘অভি ট্রাভেলস’ নামের একটি কোচ যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামলে তার পেছনে থাকা একটি প্রাইভেটকার ও ‘সিলভার লাইন’ নামের আরেকটি কোচও থেমে যায় । ঠিক সে সময় দ্রুতগতির আরেকটি ঢাকাগামী বাস ‘পাবনা এক্সপ্রেস’ পেছন থেকে এসে সিলভার লাইনকে ধাক্কা দেয়। এসময় সিলভার লাইন বাসটি সামনে থাকা প্রাইভেটকারের উপর উঠে যায়। মুহূর্তেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, ‘পাবনা এক্সপ্রেস’ বাসটি ব্রেক ফেইল করায় এই দূর্ঘটনা সংঘটিত হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেইলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”