সিরাজগঞ্জ জেলা পরিষদ ২০২৫-২০২৬ অর্থ বছরে এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে। সিরাজগঞ্জ জেলার স্থায়ী নাগরিক এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন। ১৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এই শিক্ষাবৃত্তির কথা জনাানো হয়।
যারা ২০২৩ ও ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ সহ উত্তীর্ণ হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল, মেডিকেল বা তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জেলা সনদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে মূল মার্কশিটের ফটোকপি, সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগের প্রধানের সুপারিশপত্র, নাগরিকত্ব সনদের কপি এবং অভিভাবকের আয়ের তথ্য সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র স্ব-হস্তে পূরণ করতে হবে এবং আগামী ১৪ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত জেলা পরিষদ, সিরাজগঞ্জে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন বাতিল ধরা হবে।
বৃত্তি প্রদানে জেলা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্রের নমুনা জেলা পরিষদ কার্যালয় ও ওয়েবসাইট (www.zpsirajganj.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।