সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এনায়েতপুর থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর হাট ইজারাদার, হাট বণিক সমবায় সমিতি লিমিটেড ও তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক ব্যবসায়ী।
ব্যবসায়ীদের অভিযোগ, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। হাটের মোট ৩১.৩৮ একর জমির মধ্যে প্রায় ২১.৩৮ একর জায়গা দখল হয়ে যাওয়ায় হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে এবং সরকারের রাজস্ব আদায়ও কমে গেছে।
তারা আরও জানান, এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা মানববন্ধন করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, ইজারাদার আনিসুর রহমান এবং এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি কে ফরিদ প্রমুখ।
সিরাজগঞ্জ টাইমস/আইএইচএসিই/







