বেলকুচিতে পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া বৃদ্ধকে ফিরে পেল পরিবার – Sirajganj Times

বেলকুচিতে পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া বৃদ্ধকে ফিরে পেল পরিবার

সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ষাটোর্ধ বৃদ্ধকে ফিরে পেয়েছে তার পরিবার। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয়দের ফোন কলে সাড়া দিয়ে বেলকুচি থানা পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে।

থানা সূত্রে জানা যায়, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন অজ্ঞাতনামা বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি শুধু নিজের নাম “নওশেদ আলী মোল্লা” বলতে পারছিলেন, অন্য কোনো তথ্য জানাতে পারেননি। পরে বেলকুচি থানায় তাকে আশ্রয় দিয়ে তার পরিচয় ও ঠিকানা শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহায়তা নেয় পুলিশ।

অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে জানা যায়, বৃদ্ধের নাম মো. নওশেদ আলী মোল্লা (৬৫)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত জহির মোল্লার ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

বৃদ্ধের ছেলে সাদ্দাম আলী জানান, তিনি টাঙ্গাইলে তাঁত শ্রমিকের কাজ করেন। খবর পেয়ে থানায় এসে বাবাকে নিতে এসেছেন তিনি।

বেলকুচি থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, “তথ্যপ্রযুক্তি ও মানবিক সহায়তার সমন্বয়ে উদ্ধার হওয়া বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি।” এসময় পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দেন তিনি।

সিরাজগঞ্জ টাইমস/এমএস/সিই