সিরাজগঞ্জের সলঙ্গায় অটোচালক আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া অটো মিশুকের বিভিন্ন যন্ত্রাংশ। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানায়, নিহত আমিরুল ইসলাম (২০) সলঙ্গা থানার অলিদহ গ্রামের আহম্মদ আলীর ছেলে। গেল ৫ আগস্ট দুপুরে তিনি মিশুক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু আর ফিরে আসেননি। পরদিন তার স্বজনরা সলঙ্গা থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করে।
দীর্ঘ অনুসন্ধানের পর গত ১৮ অক্টোবর বিকেলে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা কাপড় দেখে মরদেহটি আমিরুলের বলে শনাক্ত করেন। এ ঘটনায় থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই রহস্য উদ্ঘাটনে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যপ্রযুক্তির সহায়তায় টিমটি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে অভিযানে নেমে মো. সাহেব আলী প্রামাণিক (২৫), মো. আব্দুল আজিম প্রাং (৩১) ও মো. মনিরুজ্জামান সরকার (৪৪) নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিবি সদস্যরা।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতের অটোর হ্যান্ডেল, সামনের চাকার স্ক্যাপ, মিটার, হেডলাইট, তিনটি চাকা, গাড়ির লোহার বডি ও চারটি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। “ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই