সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় মিজানুর রহমান (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মিজানুর রহমান দেলুয়াকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৮ অক্টোবর) একই ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামের কয়েকজন বখাটে যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। বিষয়টি দেখে মিজানুর বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে তারা মিজানুরের মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি মারা যান।