সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন জয়, তার মা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু, ছোট ভাই তমাল মনসুর এবং জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী। এ ছাড়া নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আফরোজা হক খান আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এমপি জয় ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি ওই অর্থ দিয়ে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে লেনদেন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে দুদক। অনুসন্ধান চলাকালে তথ্য পাওয়া গেছে—অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দুদকের আবেদনের পর আদালত বিষয়টি পর্যালোচনা করে পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
সিরাজগঞ্জ টাইমস/সিই