জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহরিন খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা দায়ের করেন।
মামলার আবেদনে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে ড. নাহরিন খান জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা সংগঠন ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম আদালতে এ মামলা করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ড. নাহরিন খানের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জে স্থানীয়দের মধ্যে বইছে আলোচনা ঝড়।