চরাঞ্চলের দুস্থদের পাশে সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্ট – Sirajganj Times

চরাঞ্চলের দুস্থদের পাশে সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্ট

চরাঞ্চলের সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্টের গরু ও ঢেউটিন বিতরণ।- ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গরু বিতরণ করেছে সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্ট। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার উমারপুর ইউনিয়নের ২৪ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং বজ্রপাতে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে একটি ষাঁড় গরু প্রদান করা হয়।

এ উপলক্ষে শৈলজানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ক্বারি ময়নুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আনিস সিকদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির, সাবেক ছাত্র নেতা মো. রুহুল আমিন ইকবাল ও প্রভাষক মো. মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ মো. নজরুল মণ্ডল বলেন,

“চৌহালী ভাঙনকবলিত এলাকা। প্রতি বছর যমুনার ভাঙনে বহু মানুষ ঘরবাড়ি হারান, জীবিকা হারান। তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্ট মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে—শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নেও আমরা কাজ করছি।”

এ ছাড়া একই দিনে হাপানিয়া গ্রামে ট্রাস্টের অর্থায়নে একটি কবরস্থান মাটি ভরাট কাজেরও উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই/