সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক পাভেল বহিষ্কার – Sirajganj Times

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক পাভেল বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পাভেল মিয়া

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পাভেল মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক পাভেল মিয়াকে তার পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বহিষ্কৃত নেতার সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা প্রদান করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। সেখানে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সংসদ সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।