নতুন কমিটি নিয়ে বিতর্ক: দায়িত্ব ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইশান – Sirajganj Times

নতুন কমিটি নিয়ে বিতর্ক: দায়িত্ব ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইশান

ইয়াসির আরাফাত ইশান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নতুন কমিটি অনুমোদনের বিষয়ে অবগত না থাকার অভিযোগ তুলে সংগঠনটির জেলা শাখার সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক ইয়াসির আরাফাত ইশান সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ইয়াসির আরাফাত ইশান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কঠিন সময়, বিশেষ করে এইচএসসি পরীক্ষা চলাকালীন অবস্থাতেও তিনি মাঠে ছিলেন এবং আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক মামলার চাপ এবং ‘ক্রসফায়ার লিস্ট’-এ থাকার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও আন্দোলন ছাড়েননি।

তিনি অভিযোগ করে বলেন, জেলা কমিটি পুনর্গঠন নিয়ে কয়েকবার আলোচনা হলেও নতুন কমিটি কীভাবে গঠিত হবে—এ নিয়ে তাকে বা বিদ্যমান উপজেলা কমিটিগুলোকে কিছুই জানানো হয়নি। আগের কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা আহ্বায়ক হিসেবে তার মতামত নেওয়া সাংগঠনিকভাবে প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ইশান জানান, নতুন কমিটির খসড়ায় তাকে ‘সুপার–৫’ তালিকায় রাখা হলেও আগে এটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। “এই কমিটিতে থাকার কোনো ইচ্ছা আমার নেই,” বলেন তিনি।

সবশেষে তিনি লেখেন, “আমি সদর উপজেলা আহ্বায়ক পদ থেকে এবং নতুন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। নতুন কমিটিকে অভিনন্দন জানাই। আর বৈছাআ কেন্দ্রীয় সাংগঠনিক প্রক্রিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।”

সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই