বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ অব্যাহত রয়েছে। এরইমধ্যে সংগঠনের সাবেক প্রধান সমন্বয়ক ও সিনিয়র মুখ্য সংগঠক যুবাইর আল ইসলাম সেজান নতুন কমিটি নিয়ে আপত্তি জানিয়ে সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে সেজান লিখেন, নতুন কমিটি ঘোষণার বিষয়ে তাকে কোনোভাবেই অবহিত করা হয়নি। জেলা কমিটি পুনর্গঠনের বিষয়ে কয়েক দফা আলোচনায় থাকলেও কমিটি কিভাবে গঠিত হবে বা কারা যুক্ত হবেন—এ নিয়ে তাকে বা বিদ্যমান উপজেলা কমিটিগুলোকেও জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
সেজান বলেন, “নতুন কমিটির তালিকায় আমাকে ১ নং সংগঠকের দায়িত্ব দেওয়া হলেও এ বিষয়ে আগে কিছুই জানতাম না। এই কমিটিতে থাকার কোনো ইচ্ছা নেই।” তিনি আরও জানান, আন্দোলনের কঠিন সময়, মামলার ঝুঁকি ও ক্রসফায়ার আতঙ্কের মধ্যেও তিনি মাঠে ছিলেন। কিন্তু নতুন কমিটি গঠনে তার মতামত উপেক্ষা করা হয়েছে।
স্ট্যাটাসে সেজান ঘোষণা করেন— “আমি নতুন কমিটির ১ নং সংগঠক পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। নতুন কমিটিকে অভিনন্দন।”
সিরাজগঞ্জ জেলা শাখায় নতুন কমিটি ঘোষণার পর থেকে একের পর এক নেতার পদত্যাগে সংগঠনটির অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে। কেন্দ্রীয় কমিটি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।
সিরাজগঞ্জ টাইমস/সিই











