তৃতীয় বারের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ নভেম্বর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে আগামী ছয় (৬) মাস মেয়াদের এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মুন্তাছির মেহেদী হাসানকে আহ্বায়ক এবং মো. আশিক কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে মাসুদ রানাকে সদস্য সচিব এবং মো: ইয়াসির আরাফাত ইশানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বড় পরিসরের এই কমিটিতে স্থান পেয়েছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২৩ জন শিক্ষার্থীরা।
নতুন কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম।
সংগঠন নেতারা জানান, এই কমিটি আগামী ছয় মাস সিরাজগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কাজ করবে।
সিরাজগঞ্জ টাইমস/সিই











