চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা লেবু ও রঞ্জনকে বহিস্কারের সুপারিশ – Sirajganj Times

চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা লেবু ও রঞ্জনকে বহিস্কারের সুপারিশ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও  যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। ছবি: সিরাজগঞ্জ টাইমস

চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে বহিস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর সুপারিশ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।  এতথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ।

শনিবার (০৫ এপ্রিল) জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত বহিস্কারের সুপারিশপত্রটি পাঠানো হয়।

বিএনপির এই দুই নেতা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান লেবু ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

সুপারিশ পত্রে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু সদর উপজেলার রতনকান্দি হাট ও কান্দাপাড়া হাট থেকে চাঁদাবাজি ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, আনিত অভিযোগের কারণে সংগঠনের পক্ষ থেকে মজিবুর রহমান লেবুকে মৌখিক ভাবে সতর্ক করা হয় এবং রাশেদুল হাসান রঞ্জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু, রাশেদুল হাসান রঞ্জনের উত্তর সন্তোষ জনক না হওয়ায় এবং মজিবুর রহমান লেবুকে মৌখিক ভাবে সতর্ক করার পরও সতর্ক না হওয়া ও ব্যখ্যা প্রদানে ব্যর্থ হওয়ায় দল থেকে দুজনকে বহিস্কারের সুপারিশ করে জেলা বিএনপি।

সুপারিশ পত্রে, দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য অভিযুক্ত নেতাদের দ্রুত বহিস্কারের অনুরোধ জানান জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই