সিরাজগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এস এম কামরুজ্জামান জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু গ্রেফতারের পর গেল ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তিনি হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু “জুলাই আন্দোলনের সময়” এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই