এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক – Sirajganj Times

এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক

এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক।- ছবি: জেলা পুলিশ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তিরা হলেন— কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চরকাপনা গ্রামের রইস উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৫), অষ্টআশিরচর গ্রামের জালালের ছেলে শহর আলী (৩২), ভগবতীপুর গ্রামের মৃত হাচেনের ছেলে আব্দুল মালেক (৫৬), এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার তেবাড়িয়া চরের মৃত খবির সরকারের ছেলে মোজাম্মেল সরকার (৬০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর বেড়িবাঁধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে অভিযান চালানো হয়। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই