সিরাজগঞ্জের শাহজাদপুরে এক শিশুকে পাশবিক নির্যাতনের বিষয়ে থানায় তথ্য জানতে গেলে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী, পিপিএম। সাংবাদিকদের অভিযোগ—প্রশ্ন করায় চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি বাবুল হাসানকে লাথি মারতে উদ্যত হন ওসি।
সোমবার (২৪ নভেম্বর) রাতে শাহজাদপুর থানার ভেতরে এই ঘটনা ঘটে। বাবুল হাসান ছাড়াও ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের মামুন রানা, দৈনিক সিরাজগঞ্জ বার্তার সোনা মিয়া, এবং জাগরনী টিভির নুপুর কুমার রায়।
সাংবাদিকদের দাবি—এক শিশুকে নির্যাতনের বিষয়ে প্রশ্ন করায় চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এক পর্যায়ে বাবুল হাসানকে উদ্দেশ্য করে লাথি মারতে এগিয়ে যান। পরে সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা পরিস্থিতি সামাল দেন। ঘটনাটি শাহজাদপুর প্রেসক্লাবের নেতাদের কাছেও জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. আছলাম আলী অভিযোগ অস্বীকার করে জানান—“এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।”
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে স্ট্যাটাস দেন সাংবাদিক ওমর ফারুক। তবে পরে চাপের মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন বলে জানা গেছে। একই ঘটনায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানান দৈনিক সিরাজগঞ্জ বার্তার সাংবাদিক সোনা মিয়া।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshona.mia.703%2Fposts%2Fpfbid0W9b74uVAcKEGPbGtR1A9648pwjR2jQ9mApiCPwF9MrnGPBu5jo8jgtA6gjRQZ1Gil&show_text=true&width=500″ width=”500″ height=”350″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>







