আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরালো প্রচারণা চালাচ্ছে সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আজাদ হোসেন। সভা-সমাবেশ, উঠান বৈঠক, হাট-বাজারে গণসংযোগ এবং মতবিনিময় সভার মাধ্যমে উপজেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন করছেনএই বিএনপি নেতা। এর মধ্যদিয়ে নির্বাচনকে সক্রিয় করছে বলে জানান তিনি ।
দীর্ঘদিনের রাজনৈতিক পদচারণায় আজাদ হোসেন ছাত্রদল ও যুবদল থেকে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মো. আজাদ হোসেন বলেন, বিগত স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৪১টি মামলায় ২৫ বার কারাভোগের মধ্যেও তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি উল্লেখ করেন, “আমি আশা করি দলের হাইকমান্ড আমার গত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে মনোনয়ন প্রদান করবে। মনোনয়ন পেলে দল ও সহযোগী সংগঠনের সঙ্গে বিজয় নিশ্চিত করতে পারব।”
আজাদ হোসেনের পরিবারও দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা মরহুম সরাফত আলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
দুই ছোট ভাইসাইফুল ইসলাম বাবলু ও আব্দুর রাজ্জাকও স্থানীয় রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে আজাদ হোসেন ১৯৮৭ থেকে ১৯৯১ পর্যন্ত উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি,১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত উল্লাপাড়া উপজেলা যুবদলের সভাপতি,১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি,
১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত উল্লাপাড়া পৌর বিএনপি আহবায়ক,২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক,২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত উপজেলা বিএনপির সদস সচিব এবং ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে দায়িত্বপালন করেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা সড়ক ও পরিবহন মালিক সমিতি দুই বার নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদকের দায়িত্বপালন করেছেন।
সিরাজগঞ্জ টাইমস/সিই











