সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড – Sirajganj Times

সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলে মো. রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামি—লাবুর সৎ মা মোছা. রেনুকা বেগম ও স্ত্রী মোছা. ইসমত আরা বেগমকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ ভোরে সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলী শোবার ঘর থেকে নিখোঁজ হন। পরদিন ৪ মার্চ দুপুরে পাশের অলিদহ গ্রামের একটি পুকুর থেকে তার গলায় ও পায়ে রশি পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও সলঙ্গা থানার তৎকালীন ওসি হুমায়ুন কবির লাবু, তার সৎ মা ও স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে জিজ্ঞাসাবাদে লাবু ও রেনুকা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। আদালত সন্তোষজনক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন।

সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই