সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোভ্যানের চালক।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের চড়িয়া শিখা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উল্লাপাড়ার চড়িয়া শিখা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান সিকদার ও তার ছেলে জুয়েল সিকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি অটোভ্যানে করে বাবা-ছেলে স্থানীয় সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত ট্রাক পেছন দিক থেকে তাদের অটোভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাবা ও ছেলে। গুরুতর আহত হন ভ্যানচালক। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ট্রাক শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।