সলঙ্গায় ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার – Sirajganj Times

সলঙ্গায় ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার

উদ্ধারকৃত ১৫৮ বোতল ফেন্সিডিল। ছবি: র‌্যাব

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সলঙ্গায় লঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা বাজারের ছাইফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদক পরিবহনের সময় ওই তিন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোছা. সাথী আক্তার (৩০), স্বামী- মো. মাসুদ রানা; মোছা. আজেদা বেগম (৪৪), স্বামী- মো. আবু তালেব খান; এবং মোছা. শারমিন আক্তার (৩১), পিতা- মো. আব্দুল খালেক। তারা জয়পুরহাট ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বিকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২।

সিরাজগঞ্জ টাইমস/সিই