এই হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজা তালুকদার ও তার ভাই বোরহান তালুকদারের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
সোমবার বিকেলে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এনামুল হক জানান, রেজা তালুকদার ও বোরহান উদ্দিন তালুকদার সম্প্রতি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে দলীয় কোনো বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের যেকোনো অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, কান্দাপাড়া গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার রাতে বাবলু মিয়ার ওপর হামলা চালান রেজা তালুকদার, বোরহান তালুকদার ও তাদের সহযোগীরা। হামলায় বাবলু মিয়ার হাত-পা ভেঙে দেওয়া হয়।