পাঁচ দফা জানাজা শেষে সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি মান্নান তালুকদার – Sirajganj Times

পাঁচ দফা জানাজা শেষে সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি মান্নান তালুকদার

বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার। ছবি: সংগৃহীত

পাঁচ দফা জানাজা নামাজ শেষে সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিক আব্দুল মান্নান তালুকদার।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গভীর শোক প্রকাশ করেন।

প্রয়াত এমপির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় শুক্রবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর শনিবার (১৯ জুলাই) সকালে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয়, তার গ্রামের বাড়ি ধুবিলের আয়শা-ফজলার স্কুল মাঠে তৃতীয়, রায়গঞ্জ ধানগড়া হাইস্কুল মাঠে বাদ জোহর চতুর্থ এবং সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে বাদ আসর পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়।

শেষ জানাজা নামাজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেছ আলী, বর্তমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং মরহুমের ছেলে জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন বক্তব্য দেন। তারা সবাই প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজাগুলোতে হাজারো মানুষ অংশ নেন। এরপর মালসাপাড়া পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সিরাজগঞ্জ টাইমস/সিই