সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে চলমান ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেয়েছে তাড়াশ একাদশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা চৌহালি একাদশকে ৫–০ গোলে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যায়।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে তাড়াশ একাদশ। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় দলটি। পরে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তাড়াশ।
স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীদের মাঝে তাড়াশ একাদশের জয় নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলায় অংশ নেওয়া স্থানীয় সমর্থকরাও জানান, দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট মাঠে নামায় ফুটবলের প্রতি আগ্রহ আবারও বাড়ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, নকআউট পর্বে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকেই নির্ধারিত হবে কোন দলগুলো সেমিফাইনালে উঠবে।









