নির্ধারিত দিনে হচ্ছে না ডিসি কাপ ফুটবলের ফাইনাল – Sirajganj Times

নির্ধারিত দিনে হচ্ছে না ডিসি কাপ ফুটবলের ফাইনাল

সিরাজগঞ্জে চলমান ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১৯ সেপ্টেম্বর শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

টুর্নামেন্ট কমিটির মিডিয়া উপকমিটির আহ্বায়ক মো. হারুন অর রশিদ খান হাসান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নতুন তারিখ পরে জানানো হবে।

ফাইনালে মুখোমুখি হবে সিরাজগঞ্জ সদর উপজেলা ও উল্লাপাড়া উপজেলা একাদশ। উল্লাপাড়া উপজেলা দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে রায়গঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।