শাহজাদপুর উপজেলার বড়াল নদীর বাঘাবাড়ি নৌ-বন্দরে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫। এ প্রতিযোগিতার উদ্বোধনে সিরাজগঞ্জে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকা বাইচ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানটি উপভোগ করতে আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে।
সিরাজগঞ্জ টাইমস/সিই









