কাজিপুরে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এলো বরযাত্রী (ভিডিও সহ) – Sirajganj Times

কাজিপুরে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এলো বরযাত্রী (ভিডিও সহ)

সিরাজগঞ্জের কাজিপুরে হেলিকপ্টারে করে বিয়ে করতে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জাহিদ হাসান সজিব নামে এক যুবক। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, সজিব উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা গ্রামের বাসিন্দা রোকন মিয়ার ছেলে। অপরদিকে কনে আসফি খাতুন একই উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের বাদশা তালুকদারের মেয়ে।

শনিবার দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে কনের বাড়ির সামনে পৌঁছান বর সজিব। তাকে বরণ করে নেন কনের পরিবারের সদস্যরা। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ ভিড় জমায় বিয়ের অনুষ্ঠানস্থলে।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নানা আয়োজন আর বিপুল সংখ্যক মানুষের ভিড়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বিবাহ সম্পন্ন হয়।

পরে বিকেল ৪টা ৫০ মিনিটে কনেকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সজিব ও বরযাত্রীরা।

সিরাজগঞ্জ টাইমস/কেএম/সিই