সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র ঘোষণা করেন তারা।
পদত্যাগকারীরা হলেন—কাজিপুর উপজেলা কৃষক লীগের সদস্য ও সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
উল্লেখযোগ্য বিষয় হলো, তারা সবাই চালিতাডাঙ্গা মহিলা কলেজের কর্মরত শিক্ষক।
লিখিত ঘোষণায় তারা উল্লেখ করেন, “ব্যক্তিগত কারণে আমরা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করছি। এ বিষয়ে আমাদের ওপর কোনো প্রকার চাপ ছিল না। ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে দলীয় সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিচ্ছি।”
তাদের এই পদত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ মন্তব্য করেছেন—“চাকরি বাঁচাতে পদত্যাগ করেছে।” আবার কেউ লিখেছেন—“এতদিন সুবিধা ভোগ করে এখন অন্য দলের সুবিধা নিতে চাইছে।” অনেকেই তাদের “সুযোগসন্ধানী” আখ্যা দিয়ে ভবিষ্যতে আবার আওয়ামী লীগের সুসময় এলে বড় নেতা হওয়ার সম্ভাবনার কথা তুলেছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।







