চলনবিলের নতুন কমিটি, সভাপতি সৈকত ও হাসিনুর সম্পাদক – Sirajganj Times

চলনবিলের নতুন কমিটি, সভাপতি সৈকত ও হাসিনুর সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চলনবিল’ এর ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. সৈকত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. হাসিনুর রহমান।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বার্বিকিউ পার্টি এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৫ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম আযম।

এছাড়াও কমিটির সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন রাব্বি হাসান, মো. জাহিদ হাসা্‌ন, সাবানা সাবা এবং হুমায়রা মেহজাবিন।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং আহম্মদ উল্লাহ নোমান। সাংগঠনিক সম্পাদক মো. কাওসার আলী, অর্থ সম্পাদক ওমর ফারুক , দপ্তর সম্পাদক ইয়ানুর আলী , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মোমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক নিকোলাস আইন্দ, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক এস এ জীবন, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক আকিকা রহমান রোজ, প্রশিক্ষন ও লিঁয়াজো সম্পাদক উম্মে রুবাইয়া প্রীতি এবং কার্যকারী সদস্য মোঃ ওসমান গনি ও লিমন আহমেদ।

সংগঠনটির ছাত্র পরামর্শক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এবারের কমিটি ঘোষণা করা হয়।

দায়িত্ব পেয়ে নবনির্বাচিত সভাপতি মো. সৈকত হোসেন বলেন, “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ ‘(চলনবিল) আলোকিত তাড়াশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ ‘(চলনবিল) ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি, আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ তাড়াশ গড়া সহজ হবে।”