ভোর থেকে যমুনা সেতুতে তীব্র যানজট – Sirajganj Times

ভোর থেকে যমুনা সেতুতে তীব্র যানজট

যমুনা সেতুর সিরাজগঞ্জ থেকে ঢাকা মুখী লেনে তীব্র যানজট।- ছবি: সংগৃহীত

মঙ্গলবার ভোর থেকে যমুনা সেতুর সিরাজগঞ্জ থেকে ঢাকা মুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাওয়া যানবাহনগুলো এক প্রকার স্থবির হয়ে পড়ে।

টুক্কু মুক্তার নামে এক ব্যক্তির ফেইসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, সেতু এলাকায় ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ  সময় ধরে আটকে আছে। এতে চরম চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যানজটের সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও স্থানীয়রা বলছেন, টোলপ্লাজায় ধীর গতির কাজ, সেতুর উভয় প্রান্তে পুলিশের চেকপোস্ট এবং ঈদ পরবর্তী বাড়তি চাপের কারণে এমন অবস্থা তৈরি হতে পারে।

যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেতু কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশ।