কামারখন্দে অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই – Sirajganj Times

কামারখন্দে অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই

সিরাজগঞ্জের কামারখন্দে মশার কয়েল থেকে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের ৫টি গরু দগ্ধ হয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন গরুর মালিক খোকা আকন্দ (৫৫)। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২ এপ্রিল) গভীর রাতে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ খামার মালিকের ভাই শফিকুল ইসলাম শফি জানান, রাতে গোয়ালঘরে রাখা মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গোয়ালঘর পুড়ে যায়, এতে ৫টি গরু দগ্ধ হয়। তার মধ্যে একটি গাভী মারা গেছে, দুটি গরু জবাই করতে হয়েছে, আর তিনটি গুরুতর আহত অবস্থায় রয়েছে। এ ঘটনায় তার বড় ভাই খোকা আকন্দও দগ্ধ হন। ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল সালাম বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির তথ্য পেয়েছি, তবে মালিকের দাবি, ক্ষতির পরিমাণ ৭-৮ লাখ টাকা হতে পারে। ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।”