সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা – Sirajganj Times

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। চার জেলার অংশগ্রহণে আসছে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা।

এ উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।

সভায় জানানো হয়, “তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ে তোলা” শ্লোগান নিয়ে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শাহজাদপুর উপজেলার যমুনা নদী বা উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর যেকোনো নিরাপদ স্থানে।

এবারের প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ ও পাবনা জেলা অংশ নেবে পানশী নৌকা ক্যটাগরিতে, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা অংশ নেবে খেলনা নৌকা ক্যটাগরিতে, আর চার জেলা একসাথে অংশ নেবে কোষা নৌকা ক্যটাগরিতে।

আয়োজকদের প্রত্যাশা, জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা কেবল উৎসবমুখর পরিবেশই তৈরি করবে না, বরং ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ করবে।

সিরাজগঞ্জ টাইমস/সিই