সিরাজগঞ্জে শরৎ উৎসব অনুষ্ঠিত (ভিডিও) – Sirajganj Times

সিরাজগঞ্জে শরৎ উৎসব অনুষ্ঠিত (ভিডিও)

সিরাজগঞ্জে শরৎ উৎসব।- ছবি: মো, জাহিদ হাসান

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শরৎ উৎসব। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন করে নাট্যসংগঠন থিয়েটার মঞ্চ।

অনুষ্ঠানে শরৎের আবহ তুলে ধরা হয় গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে। স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে জমে ওঠে শরতের এই সাংস্কৃতিক আয়োজন।

আয়োজকরা জানান, প্রকৃতি, প্রেম ও জীবনের সৌন্দর্য উদযাপনই এই শরৎ উৎসবের মূল উদ্দেশ্য।