বেলকুচিতে ইসলাম অবমাননার শাস্তির দাবিতে বিক্ষোভ – Sirajganj Times

বেলকুচিতে ইসলাম অবমাননার শাস্তির দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলাম অবমাননার অভিযোগে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রনেতা রাসেল তালুকদার।

সমাবেশে বক্তারা বলেন, “ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননাকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী। এছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্মী জুয়েল আল-হাসান, হাফেজ মুসা, রাকিব হাসান সরকার, ইমন সরকার, মুক্তার প্রামাণিকসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ।

বিক্ষোভকারীরা দ্রুত আইন প্রণয়নের মাধ্যমে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই