সিরাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার সেখানে প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজ নির্বিঘ্নে আয়োজনের জন্য ইতোমধ্যেই মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পানির ব্যবস্থা, শামিয়ানা টাঙানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসন জানায়, “মুসল্লিদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবাই যেন নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।”
প্রতিবছর এই ঈদগাহ্ ময়দানে ঈদের নামাজ পড়তে আসেন হাজার হাজার মুসল্লী।
সিরাজগঞ্জ টাইমস/সি/ই









