হাঁটপাচিলে নদীভাঙনে সব হারিয়ে বাসস্থানের দাবিতে মানববন্ধন – Sirajganj Times

হাঁটপাচিলে নদীভাঙনে সব হারিয়ে বাসস্থানের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত কৈজুরী ইউনিয়নের হাঁটপাচিল গ্রামের মানুষ নদীভাঙনে সব হারিয়ে এখন আশ্রয়হীন। বসতভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়া এসব মানুষ একটুকরো মাথা গোঁজার ঠাঁই চেয়ে মানববন্ধনে অংশ নেন।

শনিবার (১৪ জুন) সকালে গ্রামের শত শত মানুষ ‘পুনর্বাসন চাই’, ‘স্থায়ী বাঁধ নির্মাণ চাই’ লেখা প্ল্যাকার্ড-ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন। দীর্ঘদিন ধরে নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো এই কর্মসূচির মাধ্যমে নিজেদের দুর্দশার কথা জানান।

মানববন্ধনে অংশ নিয়ে তারা জানান, কেউ খোলা আকাশের নিচে, কেউবা প্রতিবেশীর বারান্দায়, কেউবা ধারদেনা করে বাড়িভাড়া নিয়ে বসবাস করছেন। নেই নিরাপদ আশ্রয়, নেই খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা।

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙনের এই ভয়াবহতা বহু বছর ধরে চলে এলেও এখনো কোনো স্থায়ী সমাধান নেয়নি সরকার। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মেলেনি পুনর্বাসন কিংবা প্রতিরোধ ব্যবস্থা।

আন্দোলনে অংশ নেওয়া এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “জমি নেই, ঘর নেই, ছোট ছোট সন্তানদের নিয়ে রাস্তায় থাকতে হয়। সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিছুই করে না। আমরা শুধু একটু মাথা গোঁজার জায়গা চাই।”

স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনাস্থা জানিয়ে বক্তারা বলেন, “প্রতিবার ভোটের আগে তারা এসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট শেষে তারা আর ফিরে তাকায় না। আমাদের জীবন এখন নদীর হাতে বন্দি।”

মানববন্ধনে অংশগ্রহণকারী সকলেই স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

সিরাজগঞ্জ টাইমস/সিই/