এনায়েতপুরে যুবদলের ৩ নেতাকে শোকজ – Sirajganj Times

এনায়েতপুরে যুবদলের ৩ নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের নির্দেশে দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্তরা হলেন—এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার বশির এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানা যুবদলের দায়িত্বশীল পদে থেকে শোকজপ্রাপ্তরা দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং যুবদলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন—যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ অবস্থায় আগামী দুই দিনের মধ্যে তাদের স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যথাসময়ে গ্রহণযোগ্য জবাব না পেলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।