চালকের আসনে হেলপার: কাজিপুরে বাস খাদে পড়ে নিহত এক – Sirajganj Times

চালকের আসনে হেলপার: কাজিপুরে বাস খাদে পড়ে নিহত এক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২১ জুন) সকালে কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার (গাক অফিস) সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সোনামুখী থেকে ঢাকার হেমায়েতপুর-কোনাবাড়ীগামী ছিল।

নিহত আয়নাল হোসেন (৬০) সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, দুর্ঘটনার সময় বাসের চালকের আসনে ছিলেন হেলপার। হেলপারের অদক্ষ চালনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত যথাযথ তদন্ত এবং হেলপার চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাজিপুর থানার কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, বাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পর্যবেক্ষণ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।