কড্ডার মোড় থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক – Sirajganj Times

কড্ডার মোড় থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ মো. ফাহিম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ফাহিম রাজশাহীর গোদাগাড়ি থানার মাদারপুর মহিশাবাড়ি গ্রামের মৃত আরিফুর রহমান বাবুর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াবাড়ী মার্কেটের বিসমিল্লাহ সুইটস দোকানের সামনে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানকারী এক যুবককে তল্লাশি করে তার নিকট থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক ফাহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

সিরাজগঞ্জ টাইমস/এসএস/সিই