দর্শনার্থীর ওপর হামলা : রবীন্দ্র কাছারিবাড়িতে কর্মরত ১০ জনের নামে মামলা – Sirajganj Times

দর্শনার্থীর ওপর হামলা : রবীন্দ্র কাছারিবাড়িতে কর্মরত ১০ জনের নামে মামলা

রবীন্দ্র কাছারিবাড়ি, শাহজাদপুর সিরাজগঞ্জ।- ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থী দম্পতির ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে কাস্টোডিয়ানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শাহজাদপুর আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ছাবরিনা আক্তার সুইটি। তিনি শাহজাদপুর উপজেলার রূপপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা শাহনেওয়াজের স্ত্রী।

শাহজাদপুর আমলী আদালতের পেশকার আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে:
রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, বাগান মালি শফিকুল ইসলাম, কাউন্টার পরিচালক মজিবুর রহমান, সিকিউরিটি গার্ড আব্দুল মমিন, নুহ শেখ (শাহজাদপুর), বাবলু সরকার (ফরিদপুর), আনিসুর রহমান (পাবনা) ও রেজাউল (নাটোর)। অভিযুক্তরা সবাই কাছারিবাড়ির বিভিন্ন পদে কর্মরত।

অভিযোগের বিবরণ:
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ জুন ছাবরিনা আক্তার সুইটি তার স্বামী শাহনেওয়াজ ও ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রবীন্দ্র কাছারিবাড়িতে বেড়াতে যান। প্রবেশের সময় টিকিটের টাকা নেওয়া হলেও টোকেন দেওয়া হয়নি। বিকেল সাড়ে ৬টার দিকে বের হওয়ার সময় টোকেন দেখাতে না পারায় আসামিরা বাদীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বাদীর দাবি, তাদের পথ আটকে রেখে তার স্বামীকে লোহার রড ও পাইপ দিয়ে মারধর করে, তাকে (সুইটি) শ্লীলতাহানি করা হয় এবং গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে শাহনেওয়াজকে কাস্টোডিয়ানের কক্ষে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয়।

পরে আত্মীয়স্বজন এসে আহত শাহনেওয়াজকে উদ্ধার করে চিকিৎসা দেন। বিষয়টি শাহজাদপুর থানায় জানানো হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন বাদী।

অন্য মামলার পাল্টা দাবি:
অন্যদিকে, কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে কাস্টোডিয়ান নিজেই একটি মামলা করেছেন। সেই মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় যৌথবাহিনী ৫ জনকে গ্রেপ্তার করেছে।