সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা. উর্মি খাতুন (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ উর্মি বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে এবং বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, রোববার দুপুরে সমবয়সী কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে যায় উর্মি। একপর্যায়ে সে নিখোঁজ হয়। স্থানীয়রা জাল ফেলে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, “আমার মেয়ে সবাইকে না জানিয়ে স্রোতে কোথায় চলে যায় বুঝতেই পারিনি। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেই।”
সোমবার সকাল থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, অভিযান অব্যাহত রয়েছে।”











