বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশের পর এ র্যালি বের হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। একই সঙ্গে তিনি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
রঙিন গেঞ্জি-টুপি পরে, হাতে ব্যানার-ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকা নিয়ে তারা বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে র্যালিতে অংশ নেন। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি ধারণ করে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



