সিরাজগঞ্জে চৌহালী শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে প্রতিযোগিতার আগ্রহ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ‘সচেতন ছাত্র সমাজ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ ক্লাস ও বৃত্তি পরীক্ষা।
উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় এই বৃত্তি পরীক্ষায়। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
‘সচেতন ছাত্র সমাজ’ বা সিএসএস নিয়মিতভাবে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করে আসছে। এবারও বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সচেতন ছাত্র সমাজের সভাপতি মো. ইসলাম হোসেন বলেন, “গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত ফ্রি ক্লাসের পাশাপাশি বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীদের উৎসাহিত করা হচ্ছে।”
আয়োজকদের আশা— এমন উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে তাদের সাফল্যের পথ আরও মজবুত করবে।
সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই











