শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত (ভিডিও সহ) – Sirajganj Times

শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত (ভিডিও সহ)

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবৃত্তি শিল্পী হ্যাপি খানমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের উপরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আছলাম আলী (বিপিএম), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ব্র্যাক কর্তৃক বাল্যবিবাহের উপর একটি নাটিকা অনুষ্ঠিত হয়।

 

সিরাজগঞ্জ টাইমস/সিই